‘ইয়েমেনে অব্যাহত বোমা হামলা সত্ত্বেও সৌদির কোনো লক্ষ্যই অর্জিত হয় নি’
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বাদরুদ্দিন আল-হুথি বলেছেন, দেশটির ওপর নির্বিচারে অব্যাহত বোমা হামলা চালানো সত্ত্বেও সৌদি আরব তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি। ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের আগ্রাসনের দ্বিতীয় বছর উপলক্ষে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সৌদি আরব প্রায় দৈনিকই ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে বোমা হামলা করছে এবং এটি যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়। সৌদি আরবকে আঞ্চলিক এবং বাইরের অনেক দেশ সহায়তা করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইয়েমেনের মানুষের বিরুদ্ধে রিয়াদ সবচেয়ে মারাত্মক কিছু অস্ত্রও ব্যবহার করছে।
পাশাপাশি ইয়েমেনের স্কুল এবং হাসপাতালের মতো অবকাঠামো ধ্বংসের অব্যাহত সৌদি তৎপরতার কঠোর নিন্দা জানান তিনি। তিনি বলেন, সৌদি আগ্রাসনের মাধ্যমে এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই অর্জিত হয়েছে। স্থিতিশীলতা এবং দেশের মর্যাদা রক্ষায় ইয়েমেনের জনগণের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন হুথি নেতা।
দু’বছরে সৌদি অব্যাহত আগ্রাসনে ইয়েমেনে ১২ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে আড়াই হাজারের বেশি শিশু এবং প্রায় দু’হাজার নারী রয়েছে বলে ঘোষণা করেছে ইয়েমেনের মানবাধিকার এবং উন্নয়ন বিষয়ক আইন কেন্দ্র।#
পার্সটুডে/মূসা রেজা/২৬