চীনের শিনজিয়াং প্রদেশে লম্বা দাড়ি ও নেকাব নিষিদ্ধ
https://parstoday.ir/bn/news/world-i35492-চীনের_শিনজিয়াং_প্রদেশে_লম্বা_দাড়ি_ও_নেকাব_নিষিদ্ধ
চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে পুরুষের লম্বা দাড়ি ও নারীর নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রদেশটিতে প্রায় এক কোটি ইউঘুর মুসলমান বসবাস করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ০৬:৩৭ Asia/Dhaka
  • চীনের উইঘুর মুসলমান
    চীনের উইঘুর মুসলমান

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে পুরুষের লম্বা দাড়ি ও নারীর নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রদেশটিতে প্রায় এক কোটি ইউঘুর মুসলমান বসবাস করেন।

শনিবার থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞায় আরো বলা হয়েছে, মুসলমানরা তাদের সন্তানদের জন্য 'উগ্র ধর্মীয় নাম' রাখতে পারবে না এবং ঘরে ঘরে টেলিভিশন ব্যবহার করতে হবে। কেউ টেলিভিশন দেখতে না চাইলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। 

এর আগেও এই প্রদেশে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে এবারই প্রথম আইনি প্রক্রিয়ায় এটি সম্পন্ন হয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।

চীন সরকার ‘উগ্রবাদের’ বিরুদ্ধে যুদ্ধ করার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করার দাবি করলেও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের নিষেধাজ্ঞাকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর জন্য নিপীড়নমূলক বলে মনে করছে।

শিনজিয়াং প্রদেশে গত কয়েক বছরে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেইজিং এসব ঘটনার জন্য উইঘুর মুসলমানদের দায়ী করলেও সংখ্যালঘু এই জনগোষ্ঠী বলছে, তারা ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে মুসলিম অধ্যুষিত প্রদেশটিতে ‘টেকসই শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরে অভিযোগ করছে, শিনজিয়াং প্রদেশের মুসলমানদের ওপর দমন ও নিপীড়নমূলক বিভিন্ন আইন চাপিয়ে দেয়ার কারণে সেখানকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন। গত কয়েক বছরে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২