সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না: মোগেরিনি
(last modified Fri, 07 Apr 2017 15:24:25 GMT )
এপ্রিল ০৭, ২০১৭ ২১:২৪ Asia/Dhaka
  • সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না: মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘ নীতিমালার মধ্যে পড়ে না।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে ‘রেড লাইন দিয়েছে ইউরোপীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানায় বলেও আজ(শুক্রবার) উল্লেখ করেন মোগেরিনি। অবশ্য, তিনি বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই সিরিয় সংঘাতের নিষ্পত্তি হতে পারে বলেই মনে করে ইউরোপীয় ইউনিয়ন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় ভাবে মনে করে সিরিয় সংঘাতের কোনো সামরিক নিষ্পত্তি হতে পারে না। এ ছাড়া, সিরিয়ার সংহতি, সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি বদ্ধ বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৭

 

ট্যাগ