ন্যাটোর সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তাকে বিপদাপন্ন করবে: রাশিয়া
(last modified Fri, 14 Apr 2017 01:05:03 GMT )
এপ্রিল ১৪, ২০১৭ ০৭:০৫ Asia/Dhaka
  • ন্যাটোর সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তাকে বিপদাপন্ন করবে: রাশিয়া

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে বলকান দেশ মন্টেনেগ্রোকে অন্তর্ভুক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এর ফলে বলকান অঞ্চলের পাশাপাশি গোটা ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদাপন্ন হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, মন্টেনেগ্রোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার 'ভ্রান্ত পদক্ষেপ' দেশটির জনগণের স্বার্থ রক্ষা করবে না।  এই ‘মারাত্মক ভুল’ পদক্ষেপ ইউরোপে বিভাজন সৃষ্টি করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র মন্টেনেগ্রোকে ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করে প্রমাণ করেছে, পাশ্চমারা এখনো রাশিয়ার সঙ্গে সংঘাতের পথ বেছে নিচ্ছে। মার্কিন সরকার আসলে ইউরোপ মহাদেশে আরো বেশি বিভাজনের মাধ্যমে ওই মহাদেশে সংঘাত ছড়িয়ে দিতে চায়  বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মন্টেনেগ্রোতে তৎপর পশ্চিমাদের তাবেদার কিছু এনজিও বানোয়াট জনমত জরিপ প্রকাশ করে দেখিয়েছে যে, দেশটির জনগণ ন্যাটো জোটে যোগ দিতে চায়। অথচ প্রকৃত সত্য হচ্ছে মন্টেনেগ্রোর জনগণ এই জোটে যোগ দেয়ার ঘোর বিরোধী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ