সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্তে ইরানকে অন্তর্ভুক্ত করতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i36198-সিরিয়ায়_রাসায়নিক_হামলার_তদন্তে_ইরানকে_অন্তর্ভুক্ত_করতে_হবে_রাশিয়া
সিরিয়ার ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে চালানো সাম্প্রতিক রাসায়নিক হামলার তদন্তে ইরান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

সিরিয়ার ইদলিব প্রদেশের খান শাইখুন শহরে চালানো সাম্প্রতিক রাসায়নিক হামলার তদন্তে ইরান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বৃহস্পতিবার মস্কোয় এ আহ্বান জানিয়ে বলেন, খান শাইখুনে হামলার ব্যাপারে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র সম্ভাব্য তদন্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। সেইসঙ্গে সিরিয়া বিষয়ক আস্তানা বৈঠকের উদ্যোক্তা ইরান ও সিরিয়াকেও এই তদন্তে শামিল করতে হবে বলে রিয়াবকভ উল্লেখ করেন।

এর আগে বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের পক্ষ থেকে তোলা সিরিয়া বিরোধী প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া।

গত ৪ এপ্রিল সিরিয়ার ইদলিব প্রদেশের খান শাইখুন এলাকায় এক সন্দেহজনক রাসায়নিক হামলায় শতাধিক ব্যক্তি নিহত ও প্রায় ৪০০ লোক আহত হয়।

সিরিয়া সরকার ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে ৭ এপ্রিল দেশটির একটি বিমান ঘাঁটিতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা। ওয়াশিংটন এমন সময় এ অভিযোগ তুলল যখন ২০১৪ সালে জাতিসংঘ এবং ওপিসিডাব্লিউ’র সরাসরি তত্ত্বাবধানে নিজের সব রাসায়নিক অস্ত্র বিদেশে পাঠিয়ে দেয় সিরিয়া।

সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর গুঞ্জন ওঠে আমেরিকা হয়ত জোর করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়। কিন্তু বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ায় আর কোনো হামলা না  চালাতে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪