শরণার্থীদের যেন নির্যাতন শিবিরে আটক রাখা হয়েছে: পোপ
(last modified Sun, 23 Apr 2017 11:45:56 GMT )
এপ্রিল ২৩, ২০১৭ ১৭:৪৫ Asia/Dhaka
  • শরণার্থীদের যেন নির্যাতন শিবিরে আটক রাখা হয়েছে: পোপ

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ইউরোপের দেশগুলো শরণার্থীদেরকে যেন নির্যাতন শিবিরের আটকে রেখেছে।

ইতালির রাজধানী রোমের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অনেক শরণার্থী শিবিরই কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। অনেক শরণার্থী গাদাগাদি করে থাকতে বাধ্য হওয়ায় শিবিরগুলোর এ দশা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া, ইউরোপে ঢোকার পথ বন্ধ করে দিয়ে শরণার্থীদের দুর্দশার প্রতি ইউরোপীয় দেশগুলোর সমষ্টিগত উদাসীনতার নিন্দা জানান তিনি। তিনি বলেন, মানবাধিকার এবং শরণার্থী অধিকার মেনে চলা ইউরোপের উচিত। শরণার্থী ঢোকার বিষয়টি নিয়ন্ত্রণ না করে বরং অধিক সংখ্যক শরণার্থীকে স্বাগত জানানোর জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৩

 

ট্যাগ