‘পরমাণু মহাপ্রলয়’ এড়াতে আসিয়ানের সহায়তা চাইল পিয়ংইয়ং
উত্তর কোরিয়া ‘পরমাণু যুদ্ধের মহাপ্রলয়’ এড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের সমর্থন চেয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করার পর এই সমর্থন চাওয়া হয়।
ওয়াশিংটনের তৎপরতা এবং যুদ্ধবাজ নীতি কোরিয় উপদ্বীপকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে আসিয়ান প্রধান লি লুয়ং মিনের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি-ইয়ং হো।
এতে আরো অভিযোগ করা হয়, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বাৎসরিক মহড়া কোরিয় উপদ্বীপের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। আমেরিকা সবখানে পরমাণু হামলার উপযোগী ব্যবস্থা বসিয়েছে এবং এতে কোরিয় উপদ্বীপে ‘পরমাণু যুদ্ধের মহাপ্রলয়’ ঘটে যেতে পারে বলে আশংকা ব্যক্ত করা হয়।
কোরিয় উপদ্বীপের মারাত্মক পরিস্থিতি সম্পর্কে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের অবহিত করতে এবং শান্তি বজায় রাখার যথোপযুক্ত প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।
সদস্য না হওয়া সত্ত্বেও এ নিয়ে আবারো আসিয়ানের কাছে কোরিয় উপদ্বীপের সমস্যা নিয়ে চিঠি দিল উত্তর কোরিয়া। এর আগেও দেশটি মার্কিন মহড়ার বিরুদ্ধে চিঠি দিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৮