ইহুদিবাদী ইসরাইল এখনও একটি অবৈধ রাষ্ট্র : কাজেম সিদ্দিকি
(last modified Fri, 12 May 2017 14:05:05 GMT )
মে ১২, ২০১৭ ২০:০৫ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

ইরানের বিশিষ্ট আলেম ও জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইসলামী ইরান এমন কোনো দেশ নয় যে কথিত ডলার দিয়ে এখানে অন্য অনেক দেশের মত দাঙ্গা বাঁধানো যায় ও ইসলামী বিপ্লবের ওপর আঘাত হানা যায়। 

ইরানের আসন্ন প্রেসিডেন্ট ও স্থানীয় সরকার-পরিষদ নির্বাচনের প্রাক্কালে আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন।

 হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নয়া নীতি-কৌশল প্রকাশ প্রসঙ্গে বলেছেন, হামাস ফিলিস্তিনের জন্য ১৯৬৭ সালের সীমানাকে গ্রহণযোগ্য বললেও অন্যান্য প্রতিরোধ আন্দোলন তা মেনে নেয়নি এবং ইহুদিবাদী ইসরাইল এখনও একটি অবৈধ রাষ্ট্র।  

তিনি বাহরাইনের শীর্ষস্থানীয় আলেম শেইখ ঈসা কাসেমের বিরুদ্ধে দেশটির স্বৈর শাসকগোষ্ঠীর বিদ্বেষী পদক্ষেপ ও ইয়েমেনের জনগণের ওপর সৌদি সরকারের অব্যাহত গণহত্যার নিন্দা জানিয়েছেন। 

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ধর্মীয় সীমাবদ্ধতা আরোপেরও নিন্দা জানান। 

তিনি বিশ্বের মুসলমানদের শেষ ত্রাণকর্তা যাকে শিয়া মুসলমানরা তাদের ১২তম ইমাম বলে মনে করেন- তাঁর পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইমাম মাহদি (আ)’র  আত্মপ্রকাশের মধ্য দিয়ে বিশ্বব্যাপী মজলুম ও বঞ্চিতদের সরকার প্রতিষ্ঠার খোদায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। এই মহান ইমামের আত্মপ্রকাশের মধ্য দিয়ে ভুয়া ইসলামের ওপর খাঁটি ইসলামের কর্তৃত্ব এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার ছড়িয়ে পড়বে বলে তেহরানের জুমা নামাজের অস্থায়ী ইমাম  কাজেম সিদ্দিকি স্মরণ করিয়ে দেন। # 

পার্সটুডে/মু.আ.হুসাইন/১২