ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন ট্রাম্প
(last modified Thu, 25 May 2017 11:41:55 GMT )
মে ২৫, ২০১৭ ১৭:৪১ Asia/Dhaka
  • ব্রাসেলসে প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভ
    ব্রাসেলসে প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প যখন ব্রাসেলসে অবস্থান করছেন তখন তার বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

গতকাল (বুধবার) প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কয়েক ঘণ্টা পর তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রায় ১২ হাজার মানুষ রাজধানী ব্রাসেলসের বোর্স স্কয়ার সমবেত হন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বিভিন্ন ব্যানার এবং মার্কিন প্রেসিডেন্টের স্বর্ণকেশী প্রতিকৃতি বহন করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, 'ট্রাম্প নট ওয়েলকাম'। তবে বিক্ষোভকারীদের সংখ্যা নয় হাজারের কাছাকাছি হবে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্প এর আগে রাজধানী ব্রাসেলস অভিবাসীদের মাধ্যমে 'ধ্বংস' হয়ে যাচ্ছে বলে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন এর বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। গতকালের বিক্ষোভ কড়া পুলিশি পাহারায় অনুষ্ঠিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে শেষ হয়।

ট্রাম্প এমন সময় ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গ বৈঠকে বসতে যাচ্ছে যখন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ন্যাটো জোট বহু বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে এটি সেকেলে হয়ে গেছে। এ ছাড়া, এটি সন্ত্রাসবাদের ব্যাপারে ভ্রুক্ষেপহীন।”#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

 

ট্যাগ