ফিলিপাইনে দায়েশের ১২০০ সদস্য তৎপর রয়েছে: ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i39384-ফিলিপাইনে_দায়েশের_১২০০_সদস্য_তৎপর_রয়েছে_ইন্দোনেশিয়ার_প্রতিরক্ষামন্ত্রী
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রেয়ামিজার্দ রেয়াকিউদু বলেছেন, ফিলিপাইনে বর্তমানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক হাজার দুইশ' সদস্য তৎপর রয়েছে। দেশটি যখন দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন এ কথা বললেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৪, ২০১৭ ১৬:৪৫ Asia/Dhaka
  • ফিলিপাইনে দায়েশের ১২০০ সদস্য তৎপর রয়েছে: ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রেয়ামিজার্দ রেয়াকিউদু বলেছেন, ফিলিপাইনে বর্তমানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক হাজার দুইশ' সদস্য তৎপর রয়েছে। দেশটি যখন দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন এ কথা বললেন তিনি।

সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে আজ (রোববার) তিনি এ কথা বলেন। দায়েশের সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ‘ঘাতক যন্ত্র হিসেবে উল্লেখ করেনে ইন্দোনেশিয়ার মন্ত্রী। সন্ত্রাসী গোষ্ঠীকে ঠেকাতে এবং নির্মূল করতে পূর্ণাঙ্গ আঞ্চলিক সহযোগিতার আহ্বানও জানান তিনি। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে কখনো আইএস, আইএসআইএল এবং আইএসআইএস নামেও অভিহিত করা হয়।

তিনি জানান, ফিলিপাইনে তৎপর ১২০০ দায়েশ সদস্যের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে।

দায়েশের লক্ষ্য অন্যদের হত্যা করা-এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোকে সমঝোতা ও ঐকমত্যের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হবে।

গত কয়েক দিন ধরে ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে দায়েশ সদস্যদের রক্তক্ষয়ী লড়াই চলছে।#

পার্সটুডে/মূসা রেজা/৪