ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইইউ
(last modified Sat, 10 Jun 2017 10:49:23 GMT )
জুন ১০, ২০১৭ ১৬:৪৯ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের নতুন করে হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে সংস্থার পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি ইসরাইলি বসতি পরিকল্পনার নিন্দা করেছেন। মোগেরিনি বলেন, পশ্চিম তীরে নতুন করে তিন হাজার বসতি স্থাপনের পরিকল্পনা পরিস্থিতি আরো জটিল করবে এবং ইসরাইল-ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কঠিন করে তুলবে।

বিবৃতিতে মোগেরিনি বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য  ইইউ দু পক্ষকে অর্থপূর্ণ সংলাপে বসার আহ্বান জানাচ্ছে এবং তাদের প্রতি সমর্থনের বিষয়টি পুনরুল্লেখ করছে। আমরা মনে করি এটাই হচ্ছে দুপক্ষের আকাঙ্ক্ষা পূরণ  এবং ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে ভালো পথ।”

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে যে, তারা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তিন হাজার ১৭৮টি বসতি স্থাপন করবে। এরপর ইইউ এসব কথা বলল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০  

ট্যাগ