দ. ফিলিপাইনের যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন সেনা
https://parstoday.ir/bn/news/world-i39942-দ._ফিলিপাইনের_যুদ্ধে_যোগ_দিয়েছে_মার্কিন_সেনা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ফিলিপাইনের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০১৭ ১৯:৩২ Asia/Dhaka
  • মার্কিন সামরিক বিমান
    মার্কিন সামরিক বিমান

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ফিলিপাইনের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে।

ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, মিন্দানাও দ্বীপের মারাউয়ি শহরে দায়েশ-বিরোধী যুদ্ধে মার্কিন বাহিনী প্রযুক্তিগত সহায়তা দেবে তবে মূল যুদ্ধে অংশ নেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, বিমান থেকে নজরদারি ও সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং ফিলিপাইনের সেনাদের সঙ্গে যোগাযোগ ও প্রশিক্ষণে সহায়তা দেয়ার জন্য তারা কাজ করছে।

দায়েশ সন্ত্রাসীদের প্রতি অনুগত মিন্দানাওয়ের স্থানীয় গেরিলারা মারাউয়ি শহরের বিরাট অংশ দখল করে নিয়েছে এবং সাম্প্রতিক সেনা অভিযানে অন্তত ২০০ সন্ত্রাসী শহরের এক পাশে আটকা পড়েছে। তাদের সঙ্গে আটকা পড়েছে ৫০০ থেকে এক হাজার বেসামরিক লোকজন। এদের অনেককে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আটকা পড়া লোকজন এরইমধ্যে পানি, বিদ্যুৎ ও খাবারের সংকটে পড়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১