ফিলিপাইনকে অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিল চীন
ফিলিপাইনের সামরিক বাহিনীকে ব্যাপক সংখ্যক অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিয়েছে চীন। দেশটির মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে চলমান তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে ব্যবহারের জন্য এ সব অস্ত্র দেয়া হয়। মে মাস থেকে দায়েশ বিরোধী এ অভিযান শুরু করেছে ফিলিপাইনের বাহিনী।
শুভেচ্ছার নিদর্শন হিসেবে এ সব অস্ত্র পাঠিয়েছে চীন। চীন থেকে দেশটিতে সাড়ে ৭০ লাখ ডলার মূল্যের অস্ত্র পাঠানো হয়েছে। অস্ত্রের প্রথম চালান ম্যানিলায় পৌঁছে গেছে। ফিলিপাইনের চীনা রাষ্ট্রদূত ঝাও জিয়ানহুয়া আনুষ্ঠানিক ভাবে এ সব ফিলিপাইনের কাছে হস্তান্তর করে বলেন, শিগগিরই দ্বিতীয় চালানও চীন থেকে পাঠানো হবে। এদিকে, এ অস্ত্র সম্পর্কে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, এর মধ্য দিয়ে ম্যানিলা-বেইজিংয়ের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো।
এর আগে দুতের্তে বলেছিলেন, আমেরিকা থেকে সেকেন্ড হ্যান্ড অস্ত্র কেনা বন্ধ করে দেবে ফিলিপাইন। দেশটিতে সন্ত্রাস-বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য নতুন অস্ত্র কিনবে বলে ঘোষণা করছিলেন তিনি। চীন বা রাশিয়া থেকে নতুন বিমান, নৌযান, ড্রোন এবং রাইফেল কেনার চিন্তাভাবনা ফিলিপাইন করছে বলেও জানিয়েছিলেন দুতের্তে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০