সাগরে সংঘাত এড়াতে শলাপরামর্শে বসেছে চীন-জাপান
(last modified Fri, 30 Jun 2017 10:04:05 GMT )
জুন ৩০, ২০১৭ ১৬:০৪ Asia/Dhaka
  • সাগরে সংঘাত এড়াতে শলাপরামর্শে বসেছে চীন-জাপান

পূর্ব চীন সাগরসহ অন্যান্য সাগরে দুর্ঘটনাবশত সংঘাত এড়ানোর লক্ষ্যে দু দিনের শলাপরামর্শ করছে চীন এবং জাপান। গতকাল থেকে এ পরামর্শ সভা জাপানের ফুকুশিমায় শুরু হয়েছে।

দেশ দুটি আশা করছে- এ আলোচনার মধ্যদিয়ে আকাশ ও সমুদ্র পথের যোগাযোগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবে তারা। অবশ্য এর আগে দুদেশের এ সংক্রান্ত আলোচনা ব্যর্থ হয়েছিল।

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ ঘিরে চলমান বিতর্ক কিছুটা কমিয়ে আনতে চাইছে জাপান। আগামী মাসে জার্মানিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

পূর্ব চীন সাগরের দিয়াইয়ু বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দু দেশই ঘোষণা করেছে- কেউ এ দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোনো আপস করবে না।#

পার্সটুডে/মূসা রেজা/৩০

 

ট্যাগ