বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের কোনো মালিকানা নেই: ইউনেস্কো
(last modified Wed, 05 Jul 2017 12:41:21 GMT )
জুলাই ০৫, ২০১৭ ১৮:৪১ Asia/Dhaka
  • বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের কোনো মালিকানা নেই: ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের নানা ধরনের খনন-কাজের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে,  এই শহরের ওপর ইসরাইলের কোনো মালিকানা নেই।  

বায়তুল মোকাদ্দাসের পূর্বাঞ্চলেই রয়েছে মুসলমানদের প্রথম কিবলা হিসেব খ্যাত আল-আকসা মসজিদ যা ছিল বিশ্বনবী (সা)’র ‘পবিত্র মে’রাজ সফর’ তথা উর্ধ্বজগতের দিকে তাঁর আধ্যাত্মিক সফর শুরুর কেন্দ্র। 

দখলদার ইসরাইল ১৯৬৭ সালে  পূর্ব বায়তুল মোকাদ্দাস দখল করে। 
এর আগেও ইহুদিবাদী ইসরাইল বায়তুল মোকাদ্দাস ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে ইউনেস্কোর পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছিল। 

গত দোসরা মে ইউনেস্কো এ সংক্রান্ত ওই প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাবটিতে ইসরাইলকে ‘দখলদার শক্তি’ বলে উল্লেখ করা হয়েছিল। 
এর আগে গত বছরও ইউনেস্কো বায়তুল মোকাদ্দাস শহরের পবিত্র স্থাপনাগুলোর সঙ্গে ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই বলে প্রস্তাব পাস করায় ইসরাইল ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে জাতিসংঘের এই সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

ইসরাইল আল-আকসা মসজিদসহ আলকুদসের ইসলামী স্থাপনাগুলোয় ইহুদিবাদীদের কর্তৃত্ব ও সেগুলোর ইহুদিকরণের তৎপরতা দিনকে দিন জোরদার করেই চলেছে। নানা ধরনের ইহুদি উৎসবের অজুহাতে আল-আকসা মসজিদ এবং তার আশপাশে বছরের প্রায় ২০০ দিনই মুসলমানদের যাতায়াত নিষিদ্ধ করে রেখেছে ইসরাইল।

মুসলমানদের প্রথম কিবলার নানা অংশকে ইহুদিদের সম্পত্তি বলে দাবি করছে ইসরাইল। ইসরাইল এইসব অংশকে আল-আকসা থেকে বিচ্ছিন্ন করতে চায়। এ ছাড়াও আশপাশে ইহুদি স্থাপনার সংস্কার বা উন্নয়ন তৎপরতার অজুহাত দেখিয়ে সুড়ঙ্গ খোঁড়াসহ নানা ধরনের খনন-কাজ চালিয়ে  ইসরাইল আল-আকসা মসজিদের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

ফিলিস্তিনি জনগণ বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে চায়। অন্যদিকে ইসরাইল এ শহরকে ইসরাইলের রাজধানী করার অপচেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ বহু বছর ধরে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পশ্চিমতীর আর গাজাসহ ১৯৬৭ সালে ইসরাইলের দখল-করা সব অঞ্চলের ওপর ইসরাইলের কর্তৃত্ব বা দখলদারিত্ব ও এসব অঞ্চলে ইসরাইলের মাধ্যমে করা যে কোনো পরিবর্তনকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে এবং এইসব অঞ্চলে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে ইহুদিবাদী কৃর্তপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।  #

পার্সটুডে/মু.আ.হুসাইন/৫
 

ট্যাগ