জাপানে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিহত
(last modified Sun, 09 Jul 2017 01:09:19 GMT )
জুলাই ০৯, ২০১৭ ০৭:০৯ Asia/Dhaka
  • বন্যায় ধসে পড়ে রাস্তাঘাট ও ঘরবাড়ি
    বন্যায় ধসে পড়ে রাস্তাঘাট ও ঘরবাড়ি

জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফল সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, নিখোঁজ আরো ১৫ ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন সরকারি উদ্ধারকর্মীরা।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে বুধবার ১২ ঘণ্টা সময়ের মধ্যে ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এর ফলে সেখানকার সবগুলো নদী দু’কুল ছাপিয়ে যায়। আকস্মিক বন্যার প্রবল স্রোতে ভেসে অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি।

এ পর্যন্ত বন্যায় আক্রান্ত কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যার স্রোত থেকে বেঁচে যাওয়া লোকজনকে উদ্ধার করতে সরকারি কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের ফুকুকা এলাকা।

জাপানের চিফ ক্যাবিনেট সচিব ইউশিহিদে সাগা জানিয়েছেন, আবারও কিউশু দ্বীপে ভারী বর্ষণ হতে পারে। উদ্ধার কাজে পুলিশ, সেনাবাহিনী, দমকল বাহিনী ও কোস্ট গার্ডের প্রায় ১২,০০০ কর্মীকে নামানো হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯

ট্যাগ