দিনেদুপুরে ডাকাতি করছে আমেরিকা: ল্যাভরভ
(last modified Tue, 18 Jul 2017 01:16:09 GMT )
জুলাই ১৮, ২০১৭ ০৭:১৬ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়ার কূটনৈতিক স্থাপনা ফেরত দেয়ার জন্য আমেরিকা পূর্বশর্ত আরোপের যে চেষ্টা করছে তা ‘দিনেদুপুরে ডাকাতি’ করার শামিল। তিনি অবিলম্বে নিঃশর্তে রাশিয়ার স্থাপনা ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রুশ বার্তা সংস্থা রিয়া নোভোস্তি খবর দেয়, ওয়াশিংটন ‘কিছু বিনিময়’ ছাড়া রাশিয়ার কূটনৈতিক সম্পদ মস্কোর কাছে হস্তান্তর করবে না।  

এ খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মনে হচ্ছে বিষয়টি নিয়ে কিছু দুর্ধর্ষ ডাকাত কথা বলছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে যে সম্পদ রাশিয়ার মালিকানায় থাকার কথা তা ফেরত দেয়ার জন্য পূর্বশর্ত আরোপ করা হচ্ছে। ” ল্যাভরভ বলেন, এটির অর্থ হচ্ছে এই যে, “আমারটা আমার আর তোমারটা ভাগ করে দিতে হবে।”

আমেরিকায় ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথিত অভিযোগে ওই বছরের ডিসেম্বরে নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে অবস্থিত রাশিয়ার কূটনীতিকদের আবাসিক ভবন জব্দ করে তৎকালীন বারাক ওবামা প্রশাসন। মস্কো ওই অভিযোগ অস্বীকবার করা সত্ত্বে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিস্কার করে ওয়াশিংটন।

কিন্তু এর প্রতিক্রিয়ায় কোনো মার্কিন কূটনীতিককে বহিস্কার কিংবা মার্কিন কূটনৈতিক স্থাপনা জব্দ করেনি মস্কো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আশা প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেয়ার মতো এমন কিছু লোক আছে যারা যুক্তি মেনে চলে। তিনি পাল্টা ব্যবস্থা নিতে মস্কোকে বাধ্য না করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮

ট্যাগ