পাকিস্তানে সেনা-ট্রাকে বিস্ফোরণ; নিহত ১৫, আহত ২৫
(last modified Sat, 12 Aug 2017 20:14:22 GMT )
আগস্ট ১৩, ২০১৭ ০২:১৪ Asia/Dhaka
  • কোয়েটা শহরে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীদের তৎপরতা
    কোয়েটা শহরে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীদের তৎপরতা

পাকিস্তানের কোয়েটা শহরে সেনাবাহিনীর একটি ট্রাক লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১‌৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এছাড়া, আহতদের মধ্যেও রয়েছেন ১৫ জন বেসামরিক ব্যক্তি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ বা আইএসপিআর জানিয়েছে, কড়া নিরাপত্তায় ঘেরা কোয়েটার ব্যস্ত পিশিন স্টপে শনিবার রাতে সামরিক ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালালে মুহূর্তে আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আইএসপিআর বলছে, সন্ত্রাসীরা হামলায় আগুনে বোমা ব্যবহার করেছে।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতিও নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসীরা সামরিক বাহিনীর ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালায়। তবে এ হামলা আত্মঘাতী নাকি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেন নি। আহতদেরকে কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছে, কয়েকজন আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক। এছাড়া, নিহতদের বেশিরভাগেরই দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩

 

ট্যাগ