নওয়াজের ভারত কানেকশন! পিটিশন খারিজ করেছে হাইকোর্ট
https://parstoday.ir/bn/news/world-i44444-নওয়াজের_ভারত_কানেকশন!_পিটিশন_খারিজ_করেছে_হাইকোর্ট
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গ্রেফতার ও বিচারের দাবিতে সিন্ধু হাইকোর্টে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ১৩:০৩ Asia/Dhaka
  • পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
    পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গ্রেফতার ও বিচারের দাবিতে সিন্ধু হাইকোর্টে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি আহমেদ আলী এম শেখের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ পিটিশনটি খারিজ করে বলেছে, এ ধরনের ঘটনায় হাইকোর্টের আদেশ দেয়ার এখতিয়ার নেই। বিচারপতিরা আবেদনকারীকে বলেছেন, বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন।

আমির জাহান ওরফে বিসমা নওরিন নামে এক নারী ব্যক্তিগতভাবে সিন্ধু হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন। নওয়াজ শরীফের গ্রেফতার এবং বিচার দাবি করে পিটিশনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবের সঙ্গে নওয়াজ শরীফের যোগাযোগ এবং তার মালিকানাধীন রামাজান সুগার মিলে ভারতীয় কর্মীদের নিয়োগের বিষয়ে নওয়াজ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে।

আবদেনকারী তার পিটিশনে নওয়াজ শরীফকে আটক করে তার বিচারের ভার সেনাবাহিনীর হাতে ন্যস্ত করারও অনুরোধ করেছিলেন। এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, মন্ত্রিসভার সদস্য আহসান ইহকবাল, খাজা সাদ রফিক এবং খাজা আসিফসহ আরো কয়েকজেনর নাম রয়েছে এ পিটিশনে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯