কাবুলে শিয়া মসজিদে বোমা হামলা; নিহত ১৪
(last modified Fri, 25 Aug 2017 12:40:55 GMT )
আগস্ট ২৫, ২০১৭ ১৮:৪০ Asia/Dhaka
  • বোমা হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
    বোমা হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমানদের একটি মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ রয়েছে।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভি জানিয়েছে, আজ (শুক্রবার) জুমা নামাজ আদায়ের জন্য যখন বিপুল সংখ্যক মুসল্লি মসজিদে জড়ো হন তখন সেখানে আত্মঘাতী এক ব্যক্তি বোমা হামলা চালায়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,  আহতদের মধ্যে আট পুলিশ রয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এটি ছিল সন্ত্রাসী হামলা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আত্মঘাতী বোমা হামলা চালানোর পর আরো দুই তিনজন সন্ত্রাসী মসজিদের ভেতরে ঢুকে পুলিশের সঙ্গে গুলি বিনিময় শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তারপর মসজিদে ঢোকে। মসজিদে ঢুকে তারা দ্রুত গুলি করে ও ছুরি মেরে মুসল্লিদের হতাহত করতে থাকে। এ ঘটনায় মসজিদের ইমামও নিহত হয়েছেন। কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে এর আগে উগ্র দায়েশ সন্ত্রাসীরা আফগানিস্তানে এ ধরনের হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫

 

ট্যাগ