দ. চীন সাগরে যুদ্ধমহড়ায় ভিয়েতনাম উদ্বিগ্ন: বেইজিং বলল, ধৈর্য ধরুন
(last modified Sat, 02 Sep 2017 05:18:49 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১১:১৮ Asia/Dhaka
  • দ. চীন সাগরে যুদ্ধমহড়ায় ভিয়েতনাম উদ্বিগ্ন: বেইজিং বলল, ধৈর্য ধরুন

ভিয়েতনামকে ধৈর্য ধরার আহবান জানিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের যুদ্ধমহড়াকে কেন্দ্র করে হ্যানয় উদ্বেগ এবং হতাশা ব্যক্ত করার পর এ আহ্বান জানায় বেইজিং।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থাই থু হ্যাং এক বিবৃতিতে বলেন, তোনকিন উপসাগরে বেইজিংয়ের যুদ্ধমহড়ায় উদ্বিগ্ন হ্যানয়। এটি দক্ষিণ চীন সাগরের উত্তরাঞ্চলীয় প্রান্তে অবস্থিত। অবশ্য, সুনির্দিষ্ট ভাবে কোনো চীনা মহড়ার কথা বিবৃতিতে উল্লেখ করেননি তিনি।

এ ধরণের তৎপরতা পুনরায় যেন না ঘটে এবং পূর্ব সাগরের পরিস্থিতি যেন আরো জটিল হয়ে না ওঠে তার ব্যবস্থা করার জন্য চীনের প্রতি আহ্বানও জানান তিনি।

তার এ বক্তব্যের জবাব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। তিনি বলেন, চীন ওই সাগরকে নিজের অংশ বলে মনে করে এবং ওখানে যুদ্ধমহড়ার অধিকার বেইজিংয়ের রয়েছে। তিনি এ বিষয়টি ধৈর্য ও যুক্তির সঙ্গে বিবেচনার জন্য চীনের প্রতি আহ্বানও জানান।

বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার একান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে হ্যানয়। বিশেষ করে জাপান, চীন এবং ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে জন্য আদা-পানি খেয়ে লেগে আছে।

অবশ্য চীনের প্রবল চাপের মুখে জুলাইয়ে উপকূলীয় ড্রিলিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ভিয়েতনাম। চীন নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে এমন  একটি এলাকায় এ ড্রিলিং চলছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২

 

ট্যাগ