রোহিঙ্গাদের রক্ষায় সব সক্ষমতা কাজে লাগান: ইরানি অ্যাটর্নি জেনারেল
(last modified Sun, 24 Sep 2017 14:31:16 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ২০:৩১ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের রক্ষায় সব সক্ষমতা কাজে লাগান: ইরানি অ্যাটর্নি জেনারেল

ইরানের অ্যাটর্নি জেনারেল হুজ্জাতুল ইসলাম জাফর মোন্তাজেরি মিয়ানমারের মুসলমানদের ওপর অপরাধযজ্ঞ বন্ধ করতে জাতীয় ও আন্তর্জাতিক সব সক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।


কয়েকটি দেশের কাছে পাঠানো চিঠিতে তিনি এই আহ্বান জানান।  কূটনৈতিক চাপ প্রয়োগ করাসহ সংলাপ এবং কঠোরতা প্রয়োগ করতেও তিনি ওই দেশগুলোর কাছে আহ্বান জানান। 

এই দেশগুলোতে তার সমকক্ষ কর্মকর্তাদের কাছে লেখা পৃথক পৃথক চিঠিতে তিনি এইসব আহ্বান জানান।

যেসব দেশের অ্যাটর্নি জেনারেলদের কাছে তিনি এই চিঠি পাঠিয়েছেন সেসব দেশ হল: কাতার, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান, পাকিস্তান ও রাশিয়া।

মোন্তাজেরি লিখেছেন, মিয়ানমারের নিরপরাধ ও নিরস্ত্র মুসলমানদের হত্যা করা হচ্ছে এবং তাদের ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে। এ ছাড়াও হুমকি ও সহিংসতাসহ নানা অপরাধযজ্ঞের শিকার হচ্ছে মিয়ানমারের মুসলমানরা। 

মুসলিম সরকার ও প্রতিষ্ঠানগুলোকে এই অপরাধযজ্ঞ ঠেকাতে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব শক্তি ব্যবহার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।  #

পার্সটুডে/এমএএইচ/২৪

ট্যাগ