'স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীন হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র'
(last modified Wed, 04 Oct 2017 13:04:33 GMT )
অক্টোবর ০৪, ২০১৭ ১৯:০৪ Asia/Dhaka
  • 'স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীন হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র'

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলে কাতালোনিয়ার নেতা কার্লোস পুইগডেমন্ড বলেছেন, স্পেন থেকে স্বাধীন হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। রোববারের বিতর্কিত এবং সহিংস গণভোটের পরে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো দাবি করেছেন তার ভাষায়, কাতালোনিয়ার সরকার চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের প্রথম দিক থেকে কাজ শুরু করবে। স্পেন সরকারের বা প্রশাসনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানান তিনি।

এদিকে, স্পেনের রাজা চতুর্থ ফিলিপ বলেছেন, কাতালোনিয়ার নির্বাচনের আয়োজনকারীরা আইন বহির্ভূত কাজ করেছেন। স্পেনে মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে দেশটিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।  

এদিকে, রোববার অনুষ্ঠিত সহিংস গণভোটে ৯০ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে বলে এর আগে কাতালোনিয়ার কর্মকর্তারা দাবি করেছেন। এ ছাড়া, পুলিশ ভোট বন্ধ করার চেষ্টা করলে সহিংসতায় শতাধিক আহত হয়। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ভোটবাক্স জব্দ করেন পুলিশ কর্মকর্তারা।#

পার্সটুডে/মূসা রেজা/৪

 

ট্যাগ