ক্যান্সারে মারা যান নি চিলির পরাবাস্তব বিপ্লবী কবি পাবলো নেরুদা
(last modified Sat, 21 Oct 2017 06:56:49 GMT )
অক্টোবর ২১, ২০১৭ ১২:৫৬ Asia/Dhaka
  • কবি পাবলো নেরুদা
    কবি পাবলো নেরুদা

চিলির পরাবাস্তব বিপ্লবী কবি পাবলো নেরুদা ক্যান্সার রোগে মারা যান নি বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অবশ্য বিশ্বখ্যাত এ কবি চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশের সরকারের গুপ্তহত্যার শিকার হয়েছিলেন কিনা সে বিষয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেন নি বিশেষজ্ঞরা।

চিলির সামরিক বাহিনীর তৎকালীন প্রধান পিনোশে ক্ষমতা দখলের কয়েকদিনের মধ্যেই ১৯৭৩ সালে মারা যান নেরুদা। সালভেদর আলেন্দেকে রক্তক্ষয়ী সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন পিনোশে।

চিলির কমিউনিস্ট পার্টির খ্যাতনামা সদস্য নেরুদা সে সময় মেক্সিকো পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পিনোশে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই মেক্সিকো যেতে চেয়েছিলেন তিনি। সে সময় তার প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছিল সানদিয়াগোর একটি ক্লিনিকে। সেখানেই মারা যান তিনি।

পাবলো নেরুদা

একই ক্লিনিকে পরে মারা যান চিলির সাবেক প্রেসিডেন্ট এডওয়ার্ড ফেরি। গঁৎবাধা একটি অপারেশন করাতে এসে মারা যান তিনি। আর তাতেই অনেকে মনে করেন, নেরুদাকে হত্যা করা হয়েছিল।

বিশেষজ্ঞদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অরিলিও লুনা বলেন, ডের্থ সার্টিফিকেটে নেরুদার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয় নি।  নেরুদাকে হত্যা করা হয়েছে বলে যে কথা প্রচলিত আছে তাকেও নাকচ বা প্রমাণ কোনোটাই করতে পারেন নি তারা।

নেরুদার মৃত্যুরহস্য উদ্ঘাটনে একযোগে কাজ করেছেন কানাডা, ডেনমার্ক, আমেরিকা, স্পেন এবং চিলির ১৬ জন বিশেষজ্ঞের একটি দল। এদের মধ্যে ১২ জন কাজ করেছেন সানদিয়াগোতে আর বাকিরা বাইরে থেকে তৎপরতা চালিয়েছেন। মৃত্যুর কারণ উদ্ঘাটনের লক্ষ্যে  ২০১৩ সালে কবর থেকে নেরুদার দেহাবশেষ তোলা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২১