যাকযাকিকে অবিলম্বে মুক্তি দিন: বুহারির প্রতি আইনজীবী
https://parstoday.ir/bn/news/world-i48293-যাকযাকিকে_অবিলম্বে_মুক্তি_দিন_বুহারির_প্রতি_আইনজীবী
নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ ইব্রাহিম আয-যাকযাকিকে অবিলম্বে মুক্তি দিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি জোর আহ্বান জানিয়েছেন দেশটির মানবাধিকার বিষয়ক একজন আইনজীবী। গত দুই বছর আগে যাকযাকির বাড়িতে দেশটির সেনাবাহিনী বর্বরোচিত অভিযান চালালে তিনি মারাত্মক আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০১৭ ১৯:২২ Asia/Dhaka
  • আয যাকযাকির মুক্তির দাবিতে নাইজেরিয়াতে বিক্ষোভ
    আয যাকযাকির মুক্তির দাবিতে নাইজেরিয়াতে বিক্ষোভ

নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ ইব্রাহিম আয-যাকযাকিকে অবিলম্বে মুক্তি দিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি জোর আহ্বান জানিয়েছেন দেশটির মানবাধিকার বিষয়ক একজন আইনজীবী। গত দুই বছর আগে যাকযাকির বাড়িতে দেশটির সেনাবাহিনী বর্বরোচিত অভিযান চালালে তিনি মারাত্মক আহত হন।

আজ (বৃহস্পতিবার) নাইজেরিয়ার প্রেসিডেন্টের কাছে লেখা এক চিঠিতে আইনজীবী ফেমি ফালানা আয়াতুল্লাহ যাকযাকিকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন। যাকযাকির ব্যক্তিগত আইনজীবি হিসেবেও কাজ করছেন ফালানা।

২০১৫ সালে নাইজেরিয়ার কাদুনা রাজ্যের জারিয়া শহরে শেইখ ইব্রাহিম আয-যাকযাকির সমর্থকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে সেনাবাহিনী। এ সময় যাকযাকির ৩০০ সমর্থক নিহত হওয়ার পাশাপাশি তার তিন ছেলেও নিহত হয়। সেনাবাহিনীর অভিযানে যাকযাকি ছাড়াও তার স্ত্রী মারাত্মভাবে আহত হন। এছাড়া, তার বহু সমর্থক এখনো কারাগারে আটক রয়েছেন।

আয়াতুল্লাহ আয যাকযাকি

নাইজেরিয়ার জনগণকে উস্কানি দেয়া এবং অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যাকযাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফালানা বলেন, "যাকযাকিকে আটক করার সময় নাইজেরিয়া সেনাদের বর্বরোচিত হামলায় তার বাম চোখ নষ্ট হয়ে গেছে এবং এখন ডান চোখ নষ্ট হওয়ার পথে রয়েছে। তার স্ত্রীর স্বাস্থ্য সংকটজনক অবস্থায় রয়েছে। তাই তাকে মুক্তি দেয়া অত্যান্ত জরুরী।"  #

পার্সটুডে/বাবুল আখতার/৯