তেহরান, মস্কো, বাকুর মধ্যে সহযোগিতার ওপর ল্যাভরভের গুরুত্বারোপ
(last modified Tue, 21 Nov 2017 09:55:53 GMT )
নভেম্বর ২১, ২০১৭ ১৫:৫৫ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়া, ইরান ও আজারবাইজানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ল্যাভরভ বলেছেন, ত্রিপক্ষীয় এই সহযোগিতার ভিত্তি হবে তিন দেশের মধ্যকার অভিন্ন স্বার্থ। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ত্রিপক্ষীয় সহযোগিতার আরেকটি লক্ষ্য।

ইরান, রাশিয়া ও আজারবাইজানের মধ্যে এই সহযোগিতার আরেকটি কারণ হলো সিরিয়া পরিস্থিতিতে তিন দেশের অভিন্ন অবস্থান। ল্যাভরভ এই মন্তব্যের পাশাপাশি আরও বলেছেন, তিন দেশই চায় সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২১

 

ট্যাগ