নেপালে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন; হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
-
নির্বাচনে ভোটগ্রহণ চলছে
নেপালে আজ (রোববার) জাতীয় নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হচ্ছে। দুই দফার নির্বাচনের দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। নতুন সংবিধান প্রনয়ণের পর এই প্রথম দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নতুন সংবিধানে নেপালকে ফেডারেল ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে সংবিধানের ভিত্তিতে নেপাল ছিল বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র। নেপালে ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৫৪ লাখ। এ নির্বাচনের মধ্যদিয়ে জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদ গঠিত হবে।
নেপালের জাতীয় নির্বাচনে মুখোমুখি লড়াই করছে দুটি জোট। শের বাহাদুর দেউবার নেতৃত্বে নেপাল কংগ্রেস পরিচালিত ‘গণতান্ত্রিক জোট’-এর বিরুদ্ধে কে পি অলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) এবং পুষ্পকমল দাহালের ওরফে প্রচন্ডের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব মাওয়িস্ট সেন্টারসহ বাম দলগুলোর মঞ্চ ‘বাম জোটে’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
১৯৯০ থেকে নেপালে বহুদলীয় নির্বাচন হচ্ছে। কিন্তু একটি সংসদও পূর্ণ মেয়াদ শেষ করতে পারে নি। নির্বাচন কমিশন বলছে, জটিল গণনাপদ্ধতির কারণে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন সময় লাগবে।
সর্বশেষ ২০০৮ ও ২০১৩ সালে নেপালে জাতীয় নির্বাচন হয়েছে। এ বছরের মাঝামাঝি তিন দফায় হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। পূর্ববর্তী দুটি জাতীয় নির্বাচন ছিল মূলত সংবিধান প্রণয়নের লক্ষ্যে সংবিধানসভার নির্বাচন। সেই হিসাবে ১৭ বছর পর এবারই প্রথম কোনো সংসদ গঠিত হতে যাচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬