সৌদির কাছে অস্ত্র বিক্রি করবেন না: গ্রিসকে অ্যামনেস্টি
(last modified Mon, 27 Nov 2017 19:37:43 GMT )
নভেম্বর ২৮, ২০১৭ ০১:৩৭ Asia/Dhaka
  • বিধ্বস্ত ইয়েমেন
    বিধ্বস্ত ইয়েমেন

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিতর্কিত চুক্তি বাতিল করার জন্য গ্রিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রাখার প্রেক্ষাপটে এ আহ্বান জানালো অ্যামনেস্টি।

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়ে চুক্তির বিরোধিতা করে মানবাধিকার সংস্থাটি সোমবার উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, এসব অস্ত্র সৌদি সরকার ইয়েমেনের হতভাগ্য লোকজনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

সৌদি আগ্রাসনের ফলে ধ্বংস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন

সম্প্রতি গ্রিস সরকার সৌদি আরবের কাছে সাত কোটি ৮৩ লাখ ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে তবে এর বিরোধিতা করছে দেশটির বিরোধীদলগুলো। এছাড়া, ক্ষমতাসীন সিরিজা পার্টির অন্তত দুজন সংসদ সদস্য এ চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন। সংসদে বিতর্কের সময় কমিউনিস্ট পার্টির নেতা দিমিত্রি কুতসোমপাস ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহায়তার জন্য গ্রিস সরকারকে অভিযুক্ত করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭     

 

ট্যাগ