সিরিয়া থেকে অবশ্যই মার্কিন সেনা ফিরিয়ে নিতে হবে: রাশিয়া
(last modified Sat, 02 Dec 2017 09:08:58 GMT )
ডিসেম্বর ০২, ২০১৭ ১৫:০৮ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর এখন সিরিয়া থেকে অব্যশই মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের সেনা সেনা ফিরিয়ে নিতে হবে।

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ একথা বলেছেন। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং অন্য কর্মকর্তারা যেভাবে দাবি করে আসছেন, মার্কিন নেতৃত্বাধীন সেনারা সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধ লড়াই করছে সে দাবি যেন তারা ঠিক রাখেন এবং সে অনুযায়ী সন্ত্রাসীদের পতনের পর এখন সেনা প্রত্যাহার করা উচিত। ল্যাভরভ পরিষ্কার করে বলেন, দামেস্ক সরকারের অনুমতি ছাড়া যেসব দেশ সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তাদেরকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে।

সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা

২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে এবং তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এসব হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু আজ পর্যন্ত তাদের হামলায় সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বরং সিরিয়ার সেনাদের ওপর এ বাহিনী বহুবার হামলা করেছে। এছাড়া, বিদেশি সেনাদের হামলায় শত শত বেসামরিক নাগরিক মারা গেছে। মার্কিন সরকারের স্বীকারোক্তি অনুযায়ী, সিরিয়া প্রায় ৪৫০ জন সেনা মোতায়েন করা রয়েছে। তবে, অন্যান্য সূত্রের খবর অনুযায়ী, এ সংখ্যা অনেক বেশি। সিরিয়া সরকারের অনুমতি ছাড়া মার্কিন বাহিনী দেশটির উত্তরাঞ্চলে একটি বিমান ঘাঁটিও প্রতিষ্ঠা করেছে বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২   

 

ট্যাগ