ব্রাসেলসে ধারাবাহিক সন্ত্রাসী হামলা; নিহত ৩৪ (ভিডিও)
(last modified Tue, 22 Mar 2016 08:58:40 GMT )
মার্চ ২২, ২০১৬ ১৪:৫৮ Asia/Dhaka
  • ব্রাসেলসে ধারাবাহিক সন্ত্রাসী হামলা; নিহত ৩৪ (ভিডিও)

২২ মার্চ (রেডিও তেহরান): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হামলা চালানো হয়।

বিমানবন্দরের মুখপাত্র অ্যাঙ্কে ফ্রান্সেন বলেছেন, বিমানবন্দরের বহির্গমন হলে দু’টি বিস্ফোরণ ঘটেছে। অ্যামেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের কাছে স্থানীয় সময় সকাল ৮টায় এসব বিস্ফোরণ ঘটে। এ হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়।

বেলজিয়ামের বেলজা বার্তা সংস্থা জানিয়েছে, বিমানবন্দরে জোড়া বোমা হামলার আগে গুলির শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই শত শত লোককে উদ্ধার করে টারমাকে নিয়ে যাওয়া হয়। 

ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর দুই কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করে।

এ ছাড়া, ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদর দপ্তরের নিকটবর্তী ‘মায়েলবিক’ মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই গোটা মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে। মেট্রো স্টেশনের হামলায় ২০ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চালর্স মিশেল বলেছেন, তিনি প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন। সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজক পরিকল্পনাকারী সালাহ আব্দেসসালামকে ব্রাসেলস থেকে গ্রেফতার করার চারদিন পর আজকের এসব হামলা হলো। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসের কয়েকটি স্থানে ধারাবাহিক হামলায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/২২

ট্যাগ