সোমালিয়ায় পুলিশ ক্যাম্পে আশ শাবাব গোষ্ঠীর বোমা হামলা: নিহত ১৭
(last modified Thu, 14 Dec 2017 13:26:31 GMT )
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৯:২৬ Asia/Dhaka
  • আশ শাবাব গোষ্ঠীর সদস্য
    আশ শাবাব গোষ্ঠীর সদস্য

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট উগ্র গোষ্ঠী আশ-শাবাব সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে পুলিশের একটি প্রশিক্ষণ শিবিরে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ পুলিশ কর্মকর্তা নিহত এবং ২০ জন আহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) হামলাকারী এক ব্যক্তি ভোরে জেনারেল কাহিয়া পুলিশ প্রশিক্ষণ শিবিরে ঢুকে পড়ে এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে তখন পুলিশের প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল।  

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, 'পুলিশ পরিচয়ে এক ব্যক্তি ক্যাম্পে ঢুকে যায় এবং এক পর্যায়ে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন।' স্বাস্থ্যকর্মীরা এখনো সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে হামলাকারী ব্যক্তি পুলিশের প্যারেড সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আগামী ২০ ডিসেম্বর সোমালিয়ার জাতীয় পুলিশ দিবস পালন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা।

তাকফিরি গোষ্ঠী আশ-শাবাব বর্বরোচিত এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। পাশাপাশি এতে আরো বেশি সংখ্যক পুলিশ নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪