ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ফিলিপাইনের শপিং মল; নিহত ৩৭
https://parstoday.ir/bn/news/world-i50299-ভয়াবহ_অগ্নিকাণ্ডে_পুড়ে_গেছে_ফিলিপাইনের_শপিং_মল_নিহত_৩৭
ফিলিপাইনের দাবাও শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ১২:৪০ Asia/Dhaka
  • ফিলিপাইনের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড
    ফিলিপাইনের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফিলিপাইনের দাবাও শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

শহরের এনসিসি মলে গতকাল (শনিবার) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এসময় বহু মানুষ ভবনের ভেতরে আটক পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে- শপিং মলের ছাদ উঠে লোকজন বাঁচার চেষ্টা করছে।

এনসিসি শপিং মলে আগুন

আগুনে নেভানোর বিষয়ে শহরের ফায়ার সার্ভিস যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারে নি বলে ধারণা করা হচ্ছে। ফলে আজ সকাল পর্যন্ত শপিং মলটি আগুনে পুড়তে থাকে। স্থানীয় গণমাধ্যম বলছে- নিহত ৩৭ জনের মধ্যে বেশিরভাগই একটি কল সেন্টারের কর্মী। কল সেন্টারটি ভবনের টপ ফ্লোরে ছিল।  

প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে এই শহরে বসবাস করেন এবং এরইমধ্যে তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন। দুতের্তে দুই মেয়াদে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪