আগুন থেকে কেবল তুমিই সুরক্ষিত-এটা উদ্ভট কল্পনা: আমেরিকাকে আরাকচির জবাব
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে-"তেহরানের বিভ্রম" সম্পর্কে ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: ইরানের বিরুদ্ধে অগ্নিসংযোগের ঘটনা জবাববিহীন থাকবে না।
পার্সটুডে অনুসারে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রোববার সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ লিখেছেন: মার্কিন সরকারের বক্তব্য অনুযায়ী, আমেরিকা এবং ইসরায়েল ইরানে সহিংস দাঙ্গা উস্কে দিচ্ছে-এই মূল্যায়ন একটি বিভ্রমের ওপর ভিত্তি করে। সমস্যা মাত্র একটাই; ট্রাম্পের আমলের সাবেক সিআইএ পরিচালক মোসাদ এবং আমেরিকার সমর্থকদের কর্মকাণ্ড প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ফাঁস করে দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: বর্তমান পরিস্থিতির একমাত্র বিভ্রম হলো আপনি মনে করেন যে, আগুন শেষ পর্যন্ত অগ্নিসংযোগকারীকে পুড়বে না।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন