জারিয়া গণহত্যার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিল শিয়া আন্দোলন
(last modified Wed, 23 Mar 2016 12:24:12 GMT )
মার্চ ২৩, ২০১৬ ১৮:২৪ Asia/Dhaka
  • শেখ জাকজাকিকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় সেনাবাহিনী
    শেখ জাকজাকিকে আহত অবস্থায় ধরে নিয়ে যায় সেনাবাহিনী

২৩ মার্চ (রেডিও তেহরান): নাইজেরিয়ার শিয়া মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন জারিয়া গণহত্যার তদন্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া বা আইএমএন আজ এক সংবাদ সম্মেলন করে তার এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

আইএমএন-এর আইনজীবীদেরকে আটক শিয়া নেতা ইব্রাহিম আয-যাকযাকির সঙ্গে দেখা করতে না দেয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবীরা বলেছেন, তাদেরকে তাদের মক্কেলের সঙ্গে দেখা করতে না দেয়ার অনৈতিক ও অপেশাদার আচরণের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৫ সালের ডিসেম্বর মাসে জারিয়ায় শিয়া মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে নাইজেরিয়ার সেনাবাহিনী হামলা চালায়। কয়েকদিন ধরে চলা ওই অভিযানে জাকজাকির দুই ছেলেসহ শত শত মানুষ নিহত হন। সেনাবাহিনী দাবি করে, শিয়া মুসলমানরা সেনাপ্রধানকে হত্যা করার উদ্দেশ্যে তার গাড়ির বহর আটকে দিয়েছিল বলে ওই অভিযান চালানো হয়। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী পরে শিয়া নেতা জাকজাকির বাড়িতে হানা দিয়ে তার দেহরক্ষীদের হত্যা করে আহত অবস্থায় তাকে ধরে নিয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত জাকজাকির সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেয়নি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে সরকার বিরোধী জনরোষ উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/২৩

ট্যাগ