ক্ষেপণাস্ত্র হামলার আতংক: বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালাল টোকিও
(last modified Mon, 22 Jan 2018 12:39:05 GMT )
জানুয়ারি ২২, ২০১৮ ১৮:৩৯ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলার আতংক: বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালাল টোকিও

জাপানের রাজধানী টোকিওতে আজ(সোমবার) উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালানো হয়েছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার বিরুদ্ধে এই প্রথম টোকিওতে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালানো হলো।

মহড়ার অংশ হিসেবে টোকিওর মেট্রো স্টেশনসহ অন্যান্য ভূগর্ভস্থ স্থানগুলোতে স্বেচ্ছাসেবকগণ আশ্রয় নেন। মেট্রো স্টেশন হিসেবে ব্যবহারের পাশাপাশি এ সব কেন্দ্রকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছে।

সুশৃঙ্খল স্বেচ্ছাসেবকদের একটি দল টোকিও মেলা প্রাঙ্গণ এবং টোকিও ডোম বেসবল স্টেডিয়ামের চারপাশ ঘিরে নির্মিত পার্কের মহড়ায় অংশ নেয়। এখানে মহড়ায় প্রায় তিনশ' স্বেচ্ছাসেবক অংশ নেন।

অবশ্য, এ সময়ে মহড়ার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে জাপান পুলিশের হাতাহাতি হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, এ ধরণের মহড়া জাপানের মানুষের মনে অহেতুক আতংকের সৃষ্টি করবে।

আগামী মাসে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশ গ্রহণ করবে। এতে কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমবে বলে যখন আশা করা হচ্ছে তখন জাপান সরকার এমন মহড়ার আয়োজন করল। সম্ভব্য যুদ্ধের বিরুদ্ধে জাপানের নাগরিকদের রক্ষা করার তৎপরতার অংশ হিসেবে টোকিও সরকার এ মহড়ার আয়োজন করার দাবি করছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২

 

ট্যাগ