নাইজেরিয়ায় ১৬ নারীকে অপহরণ করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম
(last modified Fri, 25 Mar 2016 08:17:54 GMT )
মার্চ ২৫, ২০১৬ ১৪:১৭ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় ১৬ নারীকে অপহরণ করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম

২৫ মার্চ (রেডিও তেহরান): নাইজেরিয়ায় তাকফিরি সন্ত্রাসবাদীগোষ্ঠী বোকো হারাম দেশটির ১৬ নারীকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আদমাওয়া থেকে এদের অপহরণ করা হয়।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, লাকড়ি কুড়ানোর এবং মাছ ধরার সময়ে বুধবার তাদের অপহরণ করে বোকো হারামের বন্দুকধারীরা। অপহৃতদের দলে ১৪ নারী এবং দুই মেয়ে ছিল বলে জানান হয়েছে। এ দলের দুই নারী পানিতে লাফিয়ে পড়ে ডুবে যাওয়ার ভান করে অপহরণে হাত থেকে রক্ষা পায়। তারাই ফিরে এসে এ অপহরণের ঘটনা গ্রামবাসীদের জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র বলেছ, তল্লাসি দলকে নামানো হয়েছে এবং নাইজেরিয়ার সেনাবাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে। সেনাবাহিনী ওই অঞ্চলে বোকো হারামের হাতে শত শত পণবন্দিকে উদ্ধারের জন্য এরই মধ্যে অভিযানে নিয়োজিত রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।#

রেডিও তেহরান/মূসা রেজা/২৫

ট্যাগ