ফেব্রুয়ারি ১০, ২০১৮ ০৭:১৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প- জিম ম্যাটিস
    ডোনাল্ড ট্রাম্প- জিম ম্যাটিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলেও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তার বিরোধিতা করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

পদস্থ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, ২০১৭ সালের মে মাসে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা পেশ করতে জিম ম্যাটিসকে নির্দেশ দেন। কিন্তু ম্যাটিস সে নির্দেশ অগ্রাহ্য করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো চিন্তাভাবনা ছাড়াই তাৎক্ষণিকভাবে যা মনে আসে সে নির্দেশই দিয়ে বসেন বলে ম্যাটিস ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ অমান্য করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস

দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার এক ভিডিও কনফারেন্সে বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসকে জানান। ম্যাকমাস্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা পেশ করতে নির্দেশ দিয়েছেন। এ সময় জিম ম্যাটিস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে বহুবার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু মার্কিন রাজনীতিবিদরাই তার ইরান বিরোধী বক্তব্যের সমালোচনা করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০

 

ট্যাগ