নেপালের নতুন সংবিধান অনুযায়ী প্রথম প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি
https://parstoday.ir/bn/news/world-i53065-নেপালের_নতুন_সংবিধান_অনুযায়ী_প্রথম_প্রধানমন্ত্রী_হলেন_কে_পি_শর্মা_অলি
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর ক্ষমতায় বসলেন শর্মা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ০০:২৯ Asia/Dhaka
  • কে পি শর্মা অলি
    কে পি শর্মা অলি

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর ক্ষমতায় বসলেন শর্মা।

মাওবাদীদের সশস্ত্র আন্দোলনের অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা অলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়। 

প্রধানমন্ত্রীর পদ থেকে শের বাহাদুর দেউবা সরে যাবার পর কে পি শর্মা শপথ নিলেন। গত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার দল নেপালি কংগ্রেস দ্বি-দলীয় বামপন্থী জোটের কাছে হেরে যায়।

২০০৬ সালের তীব্র গণআন্দোলনের মুখে রাজতন্ত্রের অবসান ঘটে। নেপাল গণতান্ত্রিক দেশরূপে আত্মপ্রকাশ করে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬