মন্টিনেগ্রোয় মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলা
https://parstoday.ir/bn/news/world-i53421
মন্টিনেগ্রোর রাজধানী পোদরিকায় মার্কিন দূতাবাস কম্পাউন্ডে হামলা হয়েছে। হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। আজ (বৃহস্পতিবার) দেশটির সরকার এ কথা জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৮:৫৯ Asia/Dhaka
  • হামলার পর এলাকা ঘিরে রেখেছে পুলিশ
    হামলার পর এলাকা ঘিরে রেখেছে পুলিশ

মন্টিনেগ্রোর রাজধানী পোদরিকায় মার্কিন দূতাবাস কম্পাউন্ডে হামলা হয়েছে। হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। আজ (বৃহস্পতিবার) দেশটির সরকার এ কথা জানিয়েছে।

সরকারের একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘মন্টিনেগ্রোর পোদোরিকায় মার্কিন দূতাবাস ভবনের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। দূতাবাস ভবন কম্পাউন্ডের ভেতর একটি বিস্ফোরক ছোঁড়ার পরপরই সে আত্মহত্যা করে।’   

এতে আরো বলা হয়, নিক্ষিপ্ত ওই বিস্ফোরকটি একটি গ্রেনেড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে কোন ক্ষতি হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২