প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক
ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ: ১২ নিহত, আহত ৩০
-
পুলিশের এই গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও সেশন আদালতের বাইরে ভয়াবহ এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
মন্ত্রী জানান, হামলাকারী প্রায় ১২ মিনিট ধরে আদালতের বাইরে অবস্থান করেছিল। সে প্রথমে আদালতে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। নিহত ও আহতদের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ ভর্তি করা হয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, ঘটনার সময় রাজধানীতে ইন্টার-পার্লামেন্টারি স্পিকার্স কনফারেন্স, মারগালা ডায়ালগসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান চলছিল। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনাটিকে “জাতির জন্য এক সতর্কবার্তা” বলে অভিহিত করেছেন।
এই হামলার পর সিন্ধু প্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রদেশের প্রবেশ ও প্রস্থান পথে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।#
পার্সটুডে/এমএআর/১১