নাইজেরিয়ায় আবারো ১১০ স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বোকো হারাম
(last modified Mon, 26 Feb 2018 14:37:41 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ২০:৩৭ Asia/Dhaka
  • নাইজেরিয়ার এক স্কুল ছাত্রী।
    নাইজেরিয়ার এক স্কুল ছাত্রী।

নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে আবারো বহু স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। গত সপ্তাহে দেশটিতে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী বোকো হারাম সন্ত্রাসীদের মাধ্যমে অপহৃত ১০০ জনের বেশি ছাত্রীর খোঁজে অতিরিক্ত সেনা এবং জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

সন্ত্রাসীরা গত ১৯ ফেব্রুয়ারি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব রাজ্যের দাবচি শহরের একটি স্কুলে অভিযান চালিয়ে এসব মেয়ে শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। এ সময় ছাত্র এবং শিক্ষকরা প্রাণ বাচাতে আশপাশের জঙ্গলের দিকে পালিয়ে যায় বল সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এসব ছাত্রীদের কিভাবে অপহরণ করা হয়েছে তা জানা সম্ভব হয় নি। তবে কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীরা নাইজেরিয়ার সেনাবাহিনীর পোষাক পরে আসায় শিক্ষার্থীরা তাদেরকে সৈন্য মনে করেছিল।

এদিকে, অপহৃত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে সরকারি কর্মকর্তা এবং পুলিশ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। এদের সংখ্যা ৫০ থেকে ১০০ জনের মধ্যে বলে তারা জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬

 

ট্যাগ