মিশরের সিনাই উপত্যকায় সেনাবাহিনীর অভিযান: ১৬ সন্ত্রাসী নিহত
(last modified Sun, 11 Mar 2018 11:10:15 GMT )
মার্চ ১১, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka
  • সিনাইয়ে সেনাবাহিনীর অভিযান
    সিনাইয়ে সেনাবাহিনীর অভিযান

মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় নতুন করে সংঘর্ষে আরো ১৬ সন্ত্রাসী এবং দুই সেনা নিহত হয়েছে। মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল তামের রিফাই আজ (রোববার) এক বিবৃতিতে খবর এ দিয়েছেন।

তিনি বলেন, সিনাই উপত্যকায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে দুই সেনা নিহত হওয়ার পাশাপাশি অপর ছয় জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, মিশরের বিমান বাহিনী উত্তর এবং মধ্য সিনাই অঞ্চলে বোমা হামলা চালিয়ে সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এ সময় ১৬ সন্ত্রাসী নিহত হয়।

স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে আটক হওয়ার কথাও নিশ্চিত করেন কর্নেল রিফাই। এছাড়া, অভিযানে সন্ত্রাসীদের মালিকানাধীন বহু আগ্নেয়াস্ত্র, সামরিক সরঞ্জাম এবং অস্ত্রে সজ্জিত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮ মিশরীয় সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

 

ট্যাগ