ইরানের পরমাণু সমঝোতা মেনে চলবে ফ্রান্স: ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i54756-ইরানের_পরমাণু_সমঝোতা_মেনে_চলবে_ফ্রান্স_ফরাসি_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে। বৃহস্পতিবার রাতে প্যারিসে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০১৮ ১১:১৭ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকবে। বৃহস্পতিবার রাতে প্যারিসে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন জরুরি এবং ফ্রান্স এ ব্যাপারে ইউরোপীয় শরীকদের সঙ্গে একত্রে কাজ করবে।  ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এখন পর্যন্ত মার্কিন সরকার এ সমঝোতা মেনে চলেছে এবং প্যারিস আশা করছে, মার্কিনীরা এ ধারা অব্যাহত রাখবে।

ফেডেরিকা মোগেরিনি

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি’সহ অন্যান্য ইউরোপীয় কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ঘোষণা করেছেন, ইরানের পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি এবং বিশ্ব শান্তি বজায় রাখার স্বার্থে এটি বাস্তবায়ন জরুরি।

২০১৫ সালের জুলাই মাসে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, আমেরিকা ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করে যারা বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। তবে শুরু থেকেই এ সমঝোতা বাস্তবায়নে গড়িমসি করে এসেছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন, এই সমঝোতা একটি বিপজ্জনক চুক্তি এবং তিনি আমেরিকাকে এ সমঝোতা থেকে বের করে নেবেন। কিন্তু মার্কিন সরকার ছাড়া গোটা বিশ্ব এ সমঝোতা বাস্তবায়নের পক্ষে জোর মত ব্যক্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩