পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক শীতল যুদ্ধের চেয়ে খারাপ অবস্থায়: রাশিয়া
(last modified Tue, 03 Apr 2018 02:34:25 GMT )
এপ্রিল ০৩, ২০১৮ ০৮:৩৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক শীতল যুদ্ধের সময়ের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের এ অবনতির জন্য তিনি আমেরিকা ও ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশকে দায়ী করেন।

ল্যাভরভ সোমবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের অবনতির জন্য রাশিয়া কোনোভাবেই দায়ী নয়। ব্রিটেনে বসবাসরত সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে।

গত ৪ মার্চ ব্রিটেনের সলসবারি শহরের একটি বেঞ্চের ওপর সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার ৩৩ বছরের মেয়ে ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর ব্রিটেন দাবি করে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস- নোভিচক ব্যবহার করে ওই গুপ্তচরকে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে সরাসরি এ ঘটনার জন্য মস্কোকে দায়ী করে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার।

সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া (ফাইল ছবি)

রাশিয়া অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। মস্কো বলছে, ব্রিটেনসহ যেসব দেশে এই নার্ভ গ্যাস নিয়ে গবেষণা হয় সেসব দেশ থেকে এটির যোগান এসে থাকতে পারে। স্ক্রিপালের ওপর হামলার ঘটনার তদন্তে লন্ডনকে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে সোমবারের সাক্ষাৎকারে আরো বলেন, সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার বিষয়টি পর্যবেক্ষণ করছে তার দেশ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩

 

ট্যাগ