সিরিয়ায় সম্ভাব্য হামলার খরচ আরবদের কাছ থেকে নেবে ট্রাম্প: লেবানন
(last modified Wed, 11 Apr 2018 20:06:03 GMT )
এপ্রিল ১২, ২০১৮ ০২:০৬ Asia/Dhaka
  • সিরিয়ায় সম্ভাব্য হামলার খরচ আরবদের কাছ থেকে নেবে ট্রাম্প: লেবানন

লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার খরচের পুরোটাই আরবদের কাছ থেকে আদায় করবে আমেরিকা এবং সম্ভাব্য আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ। গতকাল (বুধবার) কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, হামলা হলে মধ্যপ্রাচ্য পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে এবং নতুনকরে ব্যাপক মাত্রায় রক্তপাত ও ধ্বংসযজ্ঞ হবে। 

এদিকে, ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ঘোষণা করেছে, সাম্রাজ্যবাদী দেশগুলোর পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি আরব দেশ সহযোগিতা করছে। ওই সব দেশের এ ধরণের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, এ ধরনের তৎপরতা বন্ধ হওয়া উচিত। 

আমেরিকা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে ঘোষণা করার পর বিভিন্ন দেশ ও সংগঠন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। 

আমেরিকা সম্প্রতি সিরিয়ার দুমায় রাসায়নিক বোমা ফেলার অভিযোগ তুলে দেশটির বৈধ সরকার ও সামরিক বাহিনীর ওপর হামলার হুমকি দিয়েছে। সিরিয়ার সরকার রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এর প্রতিক্রিয়াই এর আগে রাশিয়া বলেছে, সিরিয়াকে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হবে সেগুলোকে ধ্বংস করা হবে। উৎক্ষেপণস্থলেও আঘাত হানা হবে।#  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

ট্যাগ