সিরিয়াকে ভাগ করার জন্য মার্কিন সেনা উপস্থিতি: ল্যাভরভ
(last modified Fri, 04 May 2018 05:50:22 GMT )
মে ০৪, ২০১৮ ১১:৫০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ফোরাত নদীর পূর্ব তীরে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখা হয়েছে শুধুমাত্র দেশটিকে বিভক্ত করার জন্য।

তিনি বলেন, আমেরিকা দাবি করছে সিরিয়াকে সন্ত্রাসী মুক্ত করার জন্য তারা কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকা পূর্ব ফোরাতের পাড়ে সেনা অবস্থান গড়ে তুলছে দেশটিকে ভাগ করার জন্য। মার্কিনিদের এই দৃষ্টিভঙ্গিতে তাদের কিছু মিত্রও উৎসাহিত হচ্ছে। ইতালির প্যানোরমা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।

সিরিয়ার ওপর মার্কিন বাহিনী ও মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলা (সাম্প্রতিক ছবি)

গত ৭ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরে কথিত রাসায়নিক হামলা সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সিরিয়ায় শান্তি দেখতে চায় না তারাই এই নোংরা উসকানি দিয়েছে।

রাসায়নিক হামলার অভিযোগ তোলার এক সপ্তাহের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি বলেন, যখন আন্তর্জাতিক তদন্ত দল দামেস্ক ও দুমা শহরে যাওয়ার জন্য প্রস্তুত তখনই আমেরিকা এবং তার মিত্ররা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন চালায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪

 

ট্যাগ