১০০ যাত্রী নিয়ে কিউবার বিমান বিধ্বস্ত
-
কিউবায় বিমান বিধ্বস্তের পর উদ্ধারকর্মীদের তৎপরতা
১০০’র বেশি যাত্রী নিয়ে কিউবার একটি বোয়িং-৭৩৭ বিমান বিধ্স্ত হয়েছে। গতকাল (শুক্রবার) এ দুর্ঘটনা ঘটেছে বলে ‘কিউবা টিভি’ জানিয়েছে। বিমানটি ৩৯ বছর আগে নির্মিত।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানিয়েছেন, বিমানটিতে ১১৪ জন যাত্রী ও ক্রু ছিলেন এবং এর মধ্যে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী হাভানা থেকে ওড়ার পরপরই অভ্যন্তরীণ ফ্লাইটের এ বিমানটি বিধ্স্ত হয়। বিমানটি হাভানা থেকে পূর্বাঞ্চলীয় হোলগুইনে যাচ্ছিল।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল জানান, বিমানে ১০৫ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচটি শিশুও ছিল। দুর্ঘটনা কবলিত বিমানটিতে আগুন ধরে যায় তবে ফায়ার সার্ভিসের লোকজন তা নেভাতে সক্ষম হন। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে। বিরাট এলাকা জুড়ে বিমানের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ শোনার পর তারা বড় রকমের ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান। হাভানার ক্যালিক্সটো গার্সিয়া হাসপাতালের পরিচালক কারলোস আলবার্তো মার্টিনেজ জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত চার ব্যক্তিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে এবং বাকি তিন নারীর অবস্থা খুবই সংকটাপন্ন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯