পারভেজ মুশাররফের পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ
(last modified Fri, 01 Jun 2018 23:33:40 GMT )
জুন ০২, ২০১৮ ০৫:৩৩ Asia/Dhaka
  • পারভেজ মুশাররফের পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে। একটি বিশেষ আদালতের রায় অনুযায়ী ওই মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে বলে শীর্ষস্থানীয় পাকিস্তানি দৈনিক ডন খবর দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশের জের ধরে জেনারেল মুশাররফের সব ব্যাংক একাউন্ট জব্দ করা হবে।  

পাকিস্তানের একটি বিশেষ আদালতে মুশাররফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের মামলার শুনানিতে হাজিরা দিতে ব্যর্থ হলে গত ৮ মার্চ তার পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছিল ওই আদালত। তবে, ওই নির্দেশ বাস্তবায়নের আগে আদালতের আগের নির্দেশ পালন করার জন্য সাবেক সেনাপ্রধানকে সুনির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা পালনে ব্যর্থ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিল।

২০০৭ সালের নভেম্বরে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করার কারণে পারভেজ মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলছে।

প্রায় ৯ বছর দেশ শাসন করেন জেনারেল মুশাররফ

১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করেছিলেন জেনারেল মুশাররফ। পরবর্তীতে গণআন্দোলনের মুখে ২০০৮ সালের আগস্ট মাসে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি।

২০১৩ সালের মার্চ মাসে স্বেচ্ছা-নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে পাকিস্তানে ফেরেন মুশাররফ। ওই মাসেই আদালত তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।  অবশ্য ২০১৬ সালের মার্চ মাসে আদালতের অনুমতি নিয়েই তিনি চিকিৎসার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করে দুবাই চলে যান। তারপর থেকে আর দেশে ফেরেননি পাকিস্তানের সাবেক এই সামরিক শাসক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২

ট্যাগ