জি-সেভেন সম্মেলন: পশ্চিমা বিশ্ব ভাগের ইঙ্গিত!
কানাডার কুইবেক শহরে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের চূড়ান্ত ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করতে অস্বীকৃতি জানানোর মধ্যদিয়ে পশ্চিমা বিশ্বের মধ্যে ফাটল স্পষ্ট হয়েছে। একথা বলেছেন মার্কিন খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক পিটার কোনিং।
তিনি বলেন, শেষ মুহূর্তে জি-সেভেনের চূড়ান্ত ঘোষণায় সই করা থেকে বিরত থেকে ট্রাম্প পরিষ্কার করেছেন যে, পশ্চিমা দেশগুলোর মধ্যে মতভদ সৃষ্টি হয়েছে এবং তা বাড়ছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটার কোনিং আজ (সোমবার) এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে যা ঘটছে তা হলো আমেরিকা এবং জি-সেভেনের মিত্রদের মধ্যে ফাটল দ্রুত বড় হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই এই সংগঠন টিকবে না।
কোনিং আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কুইবেকে যা ঘটিয়েছেন সেটাই প্রথম ঘটনা নয় বরং তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাতিল করেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং শূল্ক নিয়ে তিনি চীন ও পশ্চিমা মিত্রদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১