শিশুদের বিচ্ছিন্ন করার প্রতিবাদে আমেরিকায় বিক্ষোভ; ট্রাম্পের বিরুদ্ধে মেলানিয়াও
-
মা-বাবার কাছ থেকে আলাদা করা হয়েছে এই শিশুকেও
আমেরিকায় ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি হাজতখানার সামনে শত শত মানুষ বিক্ষোভ করেছে। এই বিক্ষোভে মার্কিন কংগ্রেসের পাঁচজন সদস্যও অংশ নিয়েছেন।
পাঁচ কংগ্রেসম্যান সেখানে আটক অভিবাসীদের সঙ্গে সাক্ষাতের পর বিক্ষোভে যোগ দেন। তারা নয়া অভিবাসন নীতির সমালোচনা করেন।
এদিকে, ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির সমালোচনা করেছেন তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তিনি টুইটারে লিখেছেন, নয়া অভিবাসন নীতির ভিত্তিতে শিশুদের আলাদা করে দেয়াকে আমি ঘৃণা করি।
মেলানিয়ার মুখপাত্র স্টিফানি গ্রিজহ্যাম এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, শিশুরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি মেলানিয়ার একেবারে পছন্দ নয়। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি অনুযায়ী আমেরিকায় অবৈধ উপায়ে প্রবেশকারী পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করে দেয়া হচ্ছে। গত ৬ সপ্তাহে এ নীতির আওতায় দুই হাজারেরও বেশি শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮